১৩ এপ্রিল ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত সিনেমা “কেজিএফ: চ্যাপ্টার ২”। এটি একটি হিন্দি ভাষার সিনেমা। এই ছবিটি মুক্তির পর বলিউড বক্স অফিসে রেকর্ড পরিমাণ সাফল্য অর্জন করে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ, সঞ্জয় দত্তসহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা।
কাহিনির সংক্ষেপ:
“কেজিএফ: চ্যাপ্টার ১”-এ দেখানো হয়েছিল কিভাবে রকি ভাই ক্ষমতার কেন্দ্রে উঠে আসে। তবে তার সিংহাসন হুমকির মুখে ফেলে দেয় এক ভয়ংকর প্রতিদ্বন্দ্বী—আধীরা। সে এক প্রতাপশালী গ্যাংস্টার।
আধীরা যখন জানতে পারে রকি তার ভাইকে হত্যা করেছে, তখন প্রতিশোধের আগুনে জ্বলে উঠে। কেজিএফ দখল করতে আধীরা শক্তিশালী পরিকল্পনা করে। এরপর কৌশলে রকিকে তার আস্তানা থেকে বের করে নিয়ে আসে। তবে সে রকিকে জীবিত ছেড়ে দেয় নিজের দম্ভ দেখানোর জন্য। কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে রকি আবার ফিরে আসবে—আরও শক্তিশালী হয়ে।
রকি পুনরায় তার ক্ষমতা বৃদ্ধি করে কেজিএফের আসন দখল করে নেয়। কিন্তু এখানেই শেষ নয়, এবার তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়। শত্রুরা একের পর এক বাধা তৈরি করলেও রকি সব মোকাবিলা করে আরও শক্তিশালী হয়ে ওঠে। শেষ পর্যন্ত, সে পুরো ভারতের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়।
কেজিএফ: চ্যাপ্টার ২ ফুল মুভি ডাউনলোড লিংক
K.G.F: Chapter 2 Full Movie Download Link
Video Size: 1.5 GB
Running time: 02:45:57 Hours
প্রথম লিংক থেকে কেজিএফ: চ্যাপ্টার ২ মুভি ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে প্রথম লিংক থেকে না হলে, Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে তিনটি নতুন লিংক পাবেন কেজিএফ: চ্যাপ্টার ২ মুভি ডাউনলোড করার জন্য।